চলে যাওয়া

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

~~~~~

উঠোনে সেই ছোট্ট তুলসীমঞ্চে,
যখন জ্বলে উঠতো প্রদীপ,
নিভু নিভু সন্ধ্যা তক্ষণ,
গুটি গুটি পায়ে নেমে আসতো.
ঠাকুরঘরে বেজে উঠতো শঙ্খ,
আর খঞ্জনীর আওয়াজে
মেতে উঠতো বাড়িটা!
সেই সন্ধ্যা-প্রদীপ আজ আর জ্বলে না,
বাজে না খঞ্জনী ও!
একটি মানুষের চলে যাওয়ার চিহ্ন,
কি সত্যই মুছে দিতে পারে সময়?

~~~~~

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro